Sponsored

৭ মাসের শিশু আইসোলেশনে, বিদেশ ফেরত বাবা পলাতক

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি এক শিশুকে করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। শিশুর বয়স মাত্র ৭ মাস।ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার জানান, ২৩ মার্চ শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। ওই সময় তার জ্বর, ঠাণ্ডা, কাশি ছিল। ওই দিনই পরিবারের সদস্যরা জানান, তাদের কেউ বিদেশে থেকে আসেননি বা প্রবাসী কারও সংস্পর্শে কেউ যাননি। তখন ওই শিশুটিকে শিশু ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।


আজ সকালে শিশুটির অবস্থা অবনতির দিকে যায়। তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। বিষয়টি আইইডিসিআরে জানানো হয়েছে। সকালে চিকিৎসকেরা ওই পরিবারের সদস্যদের আরও জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় ওই পরিবারের এক আত্মীয় জানান, শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসেন। তিনি  কোয়ারেন্টাইনে না থেকে পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে ছিলেন। এ তথ্য জানার পর শিশুটিকে আইসোলেশনে নেওয়া হয়।

সেই বাবাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কালিশংকরপুরে অবস্থিত তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে।