Sponsored

ক্যাটরিনাকে পেছন থেকে ঠেলে উপরে তুলেছেন সালমান


সালমানের সাথে সিনেমায় অভিনয় করার কারণেই ক্যাটরিনা কাইফ ভালো অভিনেত্রী হতে পেরেছেন বলে দাবী করেছেন তার একসময়কার প্রেমিক সালমান খান।সালমান খানের ভাষ্যমতে, ক্যাটরিনাকে পেছন থেকে ঠেলে উপরে তুলেছেন সালমান। এমনিতে দেখতে শুনতে ক্যাটরিনা ভালোই। চার্মিং, বিউটিফুল এবং গর্জিয়াস। কিন্তু তার সাথে ‘ব্যাক টু ব্যাক’ ছবি করেই ক্যাট ভালো অভিনেত্রী হতে পেরেছে।

সম্প্রতি কমেডিয়ান কপিল শর্মার শো-র মঞ্চে ক্যাট-সালমানের পুরনো এক ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

সেই ভিডিওতেই সালমান বলছেন, সুন্দর তো ও ছিলই। কিন্তু আমার সঙ্গে দু’তিনটি ছবি করার পর থেকেই ভালো অভিনেত্রী হয়ে উঠেছে ক্যাটরিনা।

ভাইজান আরও বলেন, ‘ভারত’ ছবিতে আমার সঙ্গে অভিনয় করার পর নিজেকে তো ভারতীয় মনে করছে সে। আর ‘টাইগার জিন্দা হ্যায়’ এর পর টাইগ্রেস (বাঘিনী)।

সালমানের ওই কথা শোনার পর হাসিতে ফেটে পড়েন কপিল। কপট রাগ দেখিয়ে হাসতে থাকেন ক্যাটরিনাও। প্রসঙ্গত সালমানের হাত ধরেই বলিউডে অভিষেক হয়েছিল ক্যাটরিনার। এক সময় তাদের প্রেম ছিল ‘টক অব দ্য টাউন’। কিন্তু ২০১০ নাগাদ ব্রেকআপ হয়ে যায় ওই জুটির।

এন এইচ, ০৬ মার্চ