Sponsored

করোনা নিয়ে বিএনপি রাজনীতি করছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি করোনা নিয়ে রাজনীতি করছে। এসময় তিনি বলেন, করোনা নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ হাস্যকর।রাজধানীর  ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।


ওবায়দুল কাদের বলেন, মুজিব বর্ষের মতো অনুষ্ঠানের উদযাপন যে পার্টি বন্ধ করতে পারে, সেই পার্টির উদাসীনতা বলা কি হাস্যকর নয়? এটা হাস্যকর। কোথায় সরকারের প্রস্তুতির ঘাটতি আছে? আমাদের কিছু কিছু যন্ত্রপাতির সমস্যা ছিল। কিন্তু সেটা এখন সমাধান হয়ে গেছে। এখন আর কোনো কিছুরই ঘাটতি নেই। বিমান বন্দরে পুরো সতর্কতা নেওয়া আছে।