Sponsored

চাঁদপুরে বিদেশ ফেরত ৬৪৮ জন ‘হোম কোয়ারেন্টাইনে’


চাঁদপুর জেলায় বিদেশফেরত ৬৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আ. আল মাহমুদ জামান জানান, চাঁদপুর জেলায় এ পর্যন্ত মোট ৬৪৮ জন বিদেশ থেকে বাড়িতে ফেরত এসেছেন। বিদেশ ফেরত ৬৪৮ জনকে বাড়িতেই অবস্থান করতে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে। তারা কেউই ১৪ দিন বাড়ির বাইরে যেতে পারবেন না।

তিনি আরো বলেন, তাদের কেউই কোনোরকম জ্বর বা করোনাভাইরাসে আক্রান্ত নন।

জেলার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াতউল্লাহ বলেন, জেলার আট উপজেলায় আমাদের মেডিকেল টিম প্রস্তুত আছে। বিদেশফেরতরা ১৪ দিন বাড়ির বাইরে যেতে পারবেন না বলে সতর্ক করে দেওয়া হয়েছে।

এ দিকে জেলা প্রশাসনের সহযোগিতায় করোনা সচেতনতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল লঞ্চঘাট, বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ শুরু হয়েছে।