Sponsored

মন্দিরের টয়লেটে শ্রেনী বিভেদ, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

উচ্চ শ্রেনীর ব্রাহ্মণদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করায় সমালোচনার মুখে পড়েছে ভারতের কেরালার থিরিসুরের কুত্তুমুক্কু মহাদেবা মন্দির কর্তৃপক্ষ। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কুত্তুমুক্কু মহাদেবা মন্দিরে তিনটি টয়লেট রয়েছে। নারী, পুরুষ এবং ব্রাহ্মণদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, প্রায় দুই দশক আগে মন্দিরের টয়লেটে এই শ্রেনী বিভেদ করা হয়। সোশ্যাল মিডিয়ায় ওই টয়লেটের ছবি ছড়িয়ে পড়ার পর এর তীব্র সমালোচনা হয়েছে । প্রগতিশীল সমাজে এমন চিন্তাধারাকে ধুয়ে দিয়েছেন অনেকেই।


এই বিষয়ে মন্দির কমিটির কর্মকর্তা কান্নান বলেন, এতদিন ধরে এটি নিয়ে কেউ প্রশ্ন তুলেনি। তবে আমরাও সেটি খেয়াল করিনি। আমরা জানার পরপরই ওই ব্রাহ্মণ টয়লেট সাইনবোর্ড খুলে ফেলেছি। তবে যিনি এ টয়লেটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।