Sponsored

চিকিৎসা দিতে যেয়ে ইতালিতে ১৩ চিকিৎসকের মৃত্যু

করোনা ঝড়ে কাঁপছে ইতালি। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নতুন করে আরো ৫ জন চিকিৎসকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ইতালিতে। সেই হিসেবে চিকিৎসকের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।  এ পর্যন্ত দেশটিতে ২ হাজার ৬২৮ জন স্বাস্থ্যকর্মীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত চিকিৎসকের মধ্যে ৩ জন হলেন ক্রেমা হাসপাতালের সাবেক জেনারেল ম্যানেজার , আরেকজন ক্রেমনা হাসপাতালের চিকিৎসক এবং অন্যজন বেরগামোর চিকিৎসক। ইতালির গিম্বে হেলথ ফাউন্ডেশনের দেওয়া তথ্য মতে, দেশটিতে স্বাস্থ্য কর্মীর করোনায় আক্রান্তের সংখ্যা মোট জনসংখ্যার ৮.৩ শতাংশ। হাতে গ্লাভস না পরা সহ বেশ অসচেতনামূলক কাজের কারণে  করোনায় আক্রান্ত হচ্ছে স্বাস্থ্য কর্মীরা।  ইতালির এ দুঃসময়ে লকডাউনের সময়সীমা বাড়িয়ে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত করেছে সরকার।


করোনার উৎপত্তিস্থল চীনের চেয়ে খারাপ হতে শুরু করেছে ইতালির পরিস্থিতি। গেলো আট দিনের হিসেবে ১৫০০শরও বেশি চিকিৎসকের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে।