Sponsored

টিম ম্যানেজমেন্টের মিটিংয়ে অপ্রীতিকর ঘটনা, রেগেমেগে বেরিয়ে যান মুশফিক

বিসিবি কর্তারা খুব করে আশায় করেছিলেন এবার অন্তত মুশফিকুর রহিমকে পাকিস্তানে পাঠানো যাবে। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় এই টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান। সে জন্য মুশফিককে বোঝাতে জরুরি মিটিংও ডাকে টিম ম্যানেজমেন্ট।সম্প্রতি টিম হোটেলে মুশফিককে নিয়ে ওই মিটিংয়ে বসেছিলেন কোচ রাসেল ডমিঙ্গো ও দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আর হাবিবুল বাশার। সেখানেই ঘটে যায় অপ্রীতিকর একটি ঘটনা।


নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন পরিচালক জানান, পাকিস্তানে যেতে না চাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে বাদ দেওয়ার কথা তোলায় রেগে গিয়ে মিটিং থেকে বেরিয়েই যান মুশফিক। যেটা অনেকের কাছে নেতিবাচক মনে হয়েছিল।

এর আগে অবশ্য কিছুটা ইঙ্গিত দেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। তিনি বলেন, ‘আমরা মুশফিককে ডেকেছিলাম পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ওর মতামত জানতে। সে বলে দিয়েছে সে যাবে না।’