Sponsored

দিল্লিতে সহিংসতার পর মোদির বাংলাদেশে আসা কতটা শোভন: ফখরুল

দিল্লিতে সহিংসতার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ‘কতটুকু শোভনীয়’ তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।একই সঙ্গে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের সমস্যাগুলোর কতটুকু সমাধান ভারতের প্রধানমন্ত্রী করেছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব।

সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উদ্যোগে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব প্রশ্ন তোলেন।

মির্জা ফখরুল বলেন, আপনি কখন আসছেন, ‘যখন দিল্লিতে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে নিকৃষ্টতম সাম্প্রদায়িক দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে। এবং অভিযোগ আসছে বিভিন্ন মহল থেকে এই দাঙ্গার সঙ্গে আপনার দল অভিযুক্ত। সেই সময় আপনার বাংলাদেশে আসাটা কতটুকু শোভনীয় হচ্ছে সে বিষয়ে চিন্তা করা দরকার’।