Sponsored

করোনা আতঙ্কের মধ্যে বাজারে কেনা-কাটার ভিড়

করোনার সংক্রমণ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় ভুগছেন সবাই। এই অবস্থার মধ্যে শুক্রবার থেকে সকল প্রকার সভা-সমাবেশ, সেমিনার, মিটিং-মিছিল, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় গণজমায়েতের আয়োজন না করার নির্দেশ দিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। কিন্তু জেলার বাজারে গিয়ে দেখা গেছে উল্টো চিত্র। বাজারে হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার কেনার হিড়িকের পর এবার শুরু হয়েছে বিপুল পরিমাণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার পাগলামি।চুয়াডাঙ্গার বাজার ঘুরে দোকানিদের সাথে কথা বলে জানা গেছে, করোনা আতঙ্কে চুয়াডাঙ্গার বাজারগুলোতে বেঁচা-কেনা হচ্ছে ঈদের চেয়েও বেশি। এতে করে বাজারগুলোতে রয়েছে প্রচণ্ড ভিড়। বিশেষ করে খাদ্যদ্রব্য ও মুদি দোকানগুলোতে বেশি ভিড় রয়েছে। এ সুযোগে চাল, ডাল, পেঁয়াজসহ অনেক পণ্যের দামও কিছুটা বেড়ে গেছে। দাম-দরের দিকে খেয়াল না করে ইচ্ছা মতো কেনা-কাটা করছেন সবাই।


চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, ‘বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্যের মজুদ যথেষ্ট পরিমাণে রয়েছে। আতঙ্কিত না হয়ে ক্রেতা হিসেবে স্বাভাবিক ক্রয় করলে কোনো ধরনের সঙ্কট তৈরি হবে না। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। শুক্রবার সকাল থেকে মনিটরিং আরও বাড়ানো হয়েছে। আমরা বাজারে মাইকিং করেছি। আলমডাঙ্গায় বেশি মূল্য রাখায় দুজনকে জরিমানা করা হয়েছে। কেউ যদি পণ্যের দাম বাঁড়াই আমরা ভোক্তা অধিকার আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’